ইয়াকুব নামের অর্থ কি - ইয়াকুব নবীর কাহিনী

ইয়াকুব নামের অর্থ কি? এ বিষয়ে জানতে চান? তাহলে সম্পূর্ণ আর্টিকেল মনোযোগ সহকারে পড়ুন। আজকের এই আর্টিকেলে আমরা ইয়াকুব নামের অর্থ কি এবং ইয়াকুব নবীর কাহিনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আপনার সন্তানের নাম ইয়াকুব রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই ইয়াকুব নামের অর্থ কি? তা জেনে নিতে হবে।

সূচিপত্রঃ ইয়াকুব নামের অর্থ কি - ইয়াকুব নবীর কাহিনী

ভূমিকাঃ ইয়াকুব নামের অর্থ কি - ইয়াকুব নবীর কাহিনী

প্রিয় পাঠকগণ আপনারা যারা আমাদের এই আর্টিকেল পড়ছেন তারা নিশ্চয়ই ইয়াকুব নামের অর্থ কি? তা জানতে চান। আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী রয়েছি তারা কমবেশি সকলেই জানে যে মুসলিম ধর্মাবলম্বী একজন উল্লেখিত নবীর নাম ছিল ইয়াকুব। আজকে আমরা ইয়াকুব নবীর জীবন কাহিনী, ইয়াকুব নবীর পিতার নাম, ইয়াকুব নবীর স্ত্রীদের নাম সহ অনেকগুলো বিষয় আলোচনা করব।

ইয়াকুব নামের অর্থ কি?

আমাদের মধ্যে অনেক পিতা-মাতা আছে যারা তাদের সন্তানের নাম নবীদের নাম অনুসারে রাখতে চাই। তেমন কোরআন শরীফে উল্লেখিত নবীদের মধ্যে অন্যতম একজন হলো হযরত ইয়াকুব (আঃ) নাম অনুযায়ী অনেক পিতা মাতা তাদের সন্তানের নাম ইয়াকুব রাখতে চাই। আজকের এই আর্টিকেলে আমরা ইয়াকুব নামের অর্থ কি? এ বিষয় নিয়ে আলোচনা করব।

আরো পড়ুনঃ মায়া নামের মেয়েরা কেমন হয়

ইয়াকুব নামের অর্থ হলোঃ উত্তরাধিকারী অথবা অনুসরণ

বাংলাদেশ এবং যতগুলো মুসলিম রাষ্ট্র রয়েছে সবগুলোতেই প্রায় ইয়াকুব নামটি শোনা যায়। আপনি যদি ইয়াকুব নামটি আপনার সন্তানের ক্ষেত্রে রাখতে চান তাহলে অবশ্যই নাম টি রাখতে পারেন। আশাকরি জানতে পেরেছেন ইয়াকুব নামের অর্থ কি?

ইয়াকুব নবীর কাহিনী - ইয়াকুব নবীর জীবন কাহিনী

প্রিয় পাঠকগণ আমরা ইতিমধ্যে ইয়াকুব নামের অর্থ কি? এ বিষয়ে সম্পর্কে আলোচনা করেছি এখন আমরা ইয়াকুব নবীর কাহিনী আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি ইয়াকুব নবীর জীবন কাহিনী সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। ইয়াকুব নবীর জীবন কাহিনী উল্লেখ করা হলো।

হযরত ইসহাক (আঃ) দুই যমজ পুত্র ঈছ ও ইয়াকূব ছোট ছেলে নবী হন। ইয়াকুবের আরো একজন পুত্র ছিল তার নাম হলো ইস্রাঈল। ইয়াকুব এর 12 জন পুত্রসন্তানের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। বাইবেলে 12 জন পুত্র সন্তান ও কয়েকজন কন্যা সন্তানের কথা উল্লেখ আছে। হযরত ইয়াকুব তার মামার বাড়ি ইরাকে যাওয়ার পথে রাত হয়ে যায়। যার ফলে কেনআনের এক স্থানে একটি পাথরের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েন।

সেখানে তিনি স্বপ্ন দেখতে পান একদল ফেরেশতা সেখান থেকে আসমানে উঠানামা করছে এবং তারা আল্লাহ তাআলা কে উদ্দেশ্য করে বলছেন," অতিসত্বর আমি তোমার উপর বরকত নাযিল করব তোমার সন্তান সন্তান বৃদ্ধি করে দেব তোমাকেও তোমার পরে তোমার উত্তরসূরিদের এই মাটির মালিক করে দেব" এরপরে তিনি ঘুম থেকে উঠে মানব করলেন যদি নিরাপদে নিজ পরিবারের কাছে ফিরে আসতে পারেন তাহলে এই স্থানে তিনি একটি ইবাদত খানা তৈরি করবেন।

আরো পড়ুনঃ মনিটর প্রোগ্রাম কী - মনিটর প্রোগ্রামের কাজ কী

এর পরে তিনি ওই স্থানে পাথরটি ওপর একটি চিহ্ন এঁকে দিলেন যাতে তিনি যখন ফিরে আসবেন তখন জায়গাটি চিনতে পারেন। তিনি ওই স্থানের নাম রাখলেন আল্লাহর ঘর বর্তমানে এই স্থানটিকে বায়তুল মুকাদ্দাস বলা হয়। এর পরবর্তীতে হযরত সুলায়মান আঃ পুনঃ নির্মাণ করেছিলেন।

হিব্রু বাইবেল উল্লেখিত হযরত ইয়াকুব আঃ সন্তানদের নাম রেউবেন, সিমোন, লেভি, জুদাহ, দান, নাফতালি, গাদ, আশের, ইসসাচার, জেবুলুন, মেয়ে দিনাহ, জোসেফ, ইউসুফ, বেনিয়ামিন। যার উপাধি ছিল ইসরাইল তাই 12 টি পরিবার সবাই বনী ইসরাঈল নামে খ্যাত হয়েছিল। ১২ জন পুত্রের মধ্যে ১০ জন ইয়াকুব আঃ এর প্রথম স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুর পর তিনি আবার বিবাহ করেন যার গর্ভে দুইজন সন্তান জন্মগ্রহণ করেন হযরত ইউসুফ আঃ ও তার ছোট ভাই বেনিয়ামিন।

ইয়াকুব নবীর পিতার নাম - ইয়াকুব নবীর বাবার নাম কি?

ইয়াকুব নবীর জীবন কাহিনী সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করা হয়েছে উপরে। এখন আমরা ইয়াকুব নবীর পিতার নাম সম্পর্কে আলোচনা করব। আপনি যদি ইয়াকুব নবীর বাবার নাম কি? তা জানতে চান তাহলে অবশ্যই আজকের এই আর্টিকেল পড়তে হবে। হযরত ইয়াকুব আঃ একজন প্রশিদ্ধ নবী ছিলেন। হযরত ইয়াকুব নবীর পিতার নাম জেনে নেওয়া যাক। নিচে ইয়াকুব নবীর বাবার নাম কি তা উল্লেখ করা হলো।

ইয়াকুব নবীর পিতার নাম হল ইসহাক। হযরত ইব্রাহিম আঃ এর সন্তান ছিলেন এবং হযরত ইসমাইল আঃ তার সৎ ভাই ছিল। পবিত্র কোরআন শরীফে ইসহাক ১৫ বার বর্ণিত করা হয়েছে। আশা করি ইয়াকুব নবীর বাবার নাম কি এ সম্পর্কে জানতে পেরেছেন।

ইয়াকুব নবীর স্ত্রীদের নাম কি?

প্রিয় পাঠকগণ আমরা ইতিমধ্যেই ইয়াকুব নামের অর্থ কি? ইয়াকুব নবীর জীবনী সম্পর্কে আলোচনা করেছি। আশা করি আপনিও বিষয়গুলো সম্পর্কে ধারণা পেয়েছেন। এখন আমরা ইয়াকুব নবীর স্ত্রীদের নাম কি? সেই সম্পর্কে আলোচনা করব। আপনি যদি ইয়াকুব নবীর স্ত্রীদের নাম কি? তা জানতে চান তাহলে আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে পড়তে হবে।

আরো পড়ুনঃ  ছাগলের সর্দি কাশির চিকিৎসা - সর্দি কাশির ট্যাবলেট এর নাম

হযরত ইয়াকুব আঃ এর ১২ জন সন্তান ছিল। ১২ জন সন্তানের মধ্যে ১০ জন হযরত ইয়াকুব আঃ এর প্রথম স্ত্রী লাইয়্যা বিনতে লাইয়্যানের গর্ভে জন্মগ্রহণ করেন। এরপর প্রথম স্ত্রী মৃত্যুবরণ করলে তিনি লাইয়্যার ভগনী রাহীর গর্ভ থেকে দুইজন সন্তান জন্মগ্রহণ করেছিলেন। হযরত ইয়াকুব আঃ এর চারজন স্ত্রী ছিল লিয়া, রেহেল, জুলফা ও বেলহে।

আমাদের শেষ কথাঃ ইয়াকুব নামের অর্থ কি - ইয়াকুব নবীর কাহিনী

প্রিয় পাঠকগণ আজকেরে আর্টিকেলে আমরা ইয়াকুব নামের অর্থ কি? ইয়াকুব নবীর জীবন কাহিনী, ইয়াকুব নবীর পিতার নাম, ইয়াকুব নবীর বাবার নাম কি? ইয়াকুব নবীর স্ত্রীদের নাম কি সহ আরো অনেকগুলো বিষয় আলোচনা করা হয়েছে। আপনি যদি সম্পূর্ণ আর্টিকেল মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে থাকেন তাহলে আশাকরি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আর যদি না করে থাকেন তাহলে সম্পূর্ণ আর্টিকেল মনোযোগ সহকারে পড়ে নিন।২০৭৯১

Post a Comment

0 Comments