ধৈর্য শক্তি বৃদ্ধির দোয়া - ধৈর্য ধারণ করার দোয়া আরবি

আজকের পোস্টে আপনারা জানতে পারবেন ধৈর্য শক্তি বৃদ্ধির দোয়া ও ধৈর্য ধারণ করার দোয়া আরবি সম্পর্কে। তো যারা ধৈর্য শক্তি বৃদ্ধির দোয়া ও ধৈর্য ধারণ করার দোয়া সম্পর্কে জানতে চান তাদের জন্য পোস্ট টি অনেক গুরুত্বপূর্ণ। চলুন দেরি না করে জেনে নিই ধৈর্য শক্তি বৃদ্ধির দোয়া ও ধৈর্য ধারণ করার দোয়া সমূহ।

পোস্ট সূচিপত্রঃ

ধৈর্য শক্তি বৃদ্ধির দোয়া - ধৈর্য ধারণ করার দোয়া আরবি 

আপনারা হয়তো অনেকে রয়েছেন যারা ধৈর্য শক্তি বৃদ্ধির দোয়া এবং ধৈর্য ধারণ করার দোয়া আরবি সম্পর্কে। তো যারা অনেকদিন ধরে ধৈর্য শক্তি বৃদ্ধির দোয়া এবং ধৈর্য ধারণ করার দোয়া আরবি সম্পর্কে জানতে চেয়েছেন তারা আজকের পোস্টটি অনেক হেল্পফুল হবে। কেননা আমাদের মধ্যে সবারই ধৈর্য শক্তি বৃদ্ধি করতে হবে। ধৈর্য শক্তি ছাড়া একজন মানুষ কখনোই জীবনে সফল হতে পারেনা। তাই সবার জন্য আজকের ধৈর্য শক্তি বৃদ্ধির দোয়া ও ধৈর্য ধারণ করার দোয়া আরবি সম্পর্কে জানা দরকার। ততো চলুন আমরা ধৈর্য শক্তি বৃদ্ধির দোয়া ধৈর্য ধারণ করার দোয়া আরবি সম্পর্কে এখন জেনে নিই। 

ধৈর্য শক্তি বৃদ্ধির দোয়া ও ধৈর্য ধারণ করার দোয়া আরবি গুলো হলোঃ

আল্লাহ তাআলা বলেন "ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুছবিরু ওয়া ছাবিরু ওয়া রাবিতু; ওয়াত্তাকুল্লাহা লাআল্লাহুম তুফলিহুন" 

অর্থ- হে ইমানদারগণ! তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের প্রতিযোগিতা করো এবং যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। (পারা- ৪, সূরা-৩ আলে ইমরান, আয়াত: ২০০)

ধৈর্য ধারণ করা আমাদের জন্য এক পরীক্ষা স্বরূপ। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে তার জন্য আল্লাহর রহমত সকল সময়ে উপস্থিত থাকে৷ তাই কখনো কোনো কিছুর উপর নিরাশ না হয়ে আল্লাহর নিকট ধৈর্য ধারণ করার শক্তি রাখতে হবে। ধৈর্য শক্তি বৃদ্ধির দোয়া ও ধৈর্য ধারণ করার দোয়া আরবি সম্পর্কে আরো বলেনঃ

ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুছতাঈনু বিছছবরি ওয়াছ ছলাতি; ইন্নাল্লাহা মাআছ ছাবিরিন।

অর্থ- হে মুমিনগণ! ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। (পারা-২, সূরা-২ বাকারা, আয়াত: ১৫৩)

আরো পড়ুনঃ মায়া নামের মেয়েরা কেমন হয়

উক্ত আয়াতে অর্থাৎ ধৈর্য শক্তি বৃদ্ধির দোয়া ও ধৈর্য ধারণ করার দোয়া আরবি গুলোতে বর্ণনা করা হয়েছে যে আমাদের কে ধৈর্য ধারণ করার জন্য বলা হয়েছে। তাই আল্লাহর নিকট ধৈর্য ধারণ করার শক্তি মনে রাখতে হবে সবসময়। তো এই পোস্টে ধৈর্য শক্তি বৃদ্ধির দোয়া ও ধৈর্য ধারণ করার দোয়া আরবি আয়াত দেওয়া হয়েছে। আশা করি আপনারা ধৈর্য শক্তি বৃদ্ধির দোয়া ও ধৈর্য ধারণ করার দোয়া আরবি আয়াত গুলো অর্থ সহকারে বুঝে গেছেন। এই ধৈর্য ধারণ শক্তি বৃদ্ধির দোয়া গুলো আমল করলে ইন শা আল্লাহ আপনার ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে।

যদি ধৈর্য শক্তি বৃদ্ধির দোয়া ও ধৈর্য ধারণ করার দোয়া আরবি আয়াত গুলো না বুঝেন তাহলে ভালো ভাবে আবার পড়ুন। ইন শা আল্লাহ তাহলে ধৈর্য শক্তি বৃদ্ধির দোয়া ও ধৈর্য ধারণ করার দোয়া আরবি আয়াত গুলো বুঝে যাবেন। অবশ্যই ধৈর্য ধারণ করার আরবি দোয়া গুলো মন থেকে আমল করবেন তাহলে আশা করি আপনার ধৈর্য ধারণ করার শক্তি অনেকটা আগের চেয়ে বাড়বে। আপনি যদি ধৈর্য শক্তি বৃদ্ধির দোয়া ও ধৈর্য ধারণ করার দোয়া আরবি আয়াত আরো বেশ কয়েকটি জানতে চান তাহলে সম্পূর্ণ পোস্টটি পড়ুন।

ধৈর্য ধারণ করার শক্তি - ধৈর্য ধারণ করার উপায় 

আমরা এখন ধৈর্য ধারণ করার শক্তি ও ধৈর্য ধারণ করার উপায় সম্পর্কে জানবো। আমাদের মধ্যে সবার মধ্যে ধৈর্য করার শক্তি থাকা উচিত। কেননা এই গুণটি একজন মানুষ কে অনেক ভাবে সফলকামী করে তোলে। যার মধ্যে এই গুণটি থাকবেনা সে কখনো নিজের জীবন কে সফল ভাবে গড়তে পারবে না। আমরা ইতোমধ্যে জেনেছি ধৈর্য শক্তি বৃদ্ধির দোয়া বা ধৈর্য ধারণ করার দোয়া আরবি আয়াত সম্পর্কে। এখন কিছু উপায় শিখবো যাতে ধৈর্য ধারণ করতে পারি। ধৈর্য ধারণ করার উপায় গুলো হলোঃ

  • সকল সময়ে নিজের মানসিক শক্তি কে ধীর ও সবল রাখতে হবে।
  • সকল পরিস্থিতির মধ্যে আল্লাহর উপর ভরসা রাখতে হবে।
  • যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে হবে।
  • উপরের দেখানো ধৈর্য শক্তি বৃদ্ধির দোয়া ও ধৈর্য ধারণ করার দোয়া আরবি আয়াত গুলো প্রতিদিন বেশি বেশি পাঠ করার চেষ্টা করতে হবে। 
  • যেকোনো সমস্যা কে ঠান্ডা মাথায় সমাধানের চেষ্টা করতে হবে, ইত্যাদি। 

আশা করি উপরের দেখানো নিয়ম গুলো অনুসরণ করলে আপনার ধৈর্য ধারণ শক্তি বৃদ্ধি পাবে। নিশ্চয়ই ধৈর্য ধারণ করার শক্তি ও ধৈর্য ধারণ করার উপায় সম্পর্কে ভালো ভাবে জানতে পারবেন। এছাড়াও ধৈর্য ধারণ করার ফজিলত সম্পর্কে জানতে নিচে পড়ুন। 

ধৈর্য ধারণ করার ফজিলত

আমরা ইতিমধ্যে ধৈর্য ধারণ করার শক্তি ও ধৈর্য ধারণ করার উপায় গুলো জেনেছি। এই মুহূর্তে আমরা ধৈর্য ধারণ করার ফজিলত গুলো জেনে নিবো। তো চলুন জেনে নিই ধৈর্য ধারণ করার ফজিলত গুলো জেনে নিই। ধৈর্যের অনেক ফজিলত রয়েছে। 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: 
"আল্লাহ তায়ালা ধৈর্যের চেয়ে উৎকৃষ্ট এবং ব্যাপকতর দান কাউকে দেন নি।"[সুনান আবু দাঊদ, সহীহ]

আল্লাহ তায়ালা ধৈর্য ধারণ করা ব্যক্তি কে অধিক ভালোবাসেন। যে ব্যক্তি নিজেকে ধৈর্যবান করে তুলতে পারে সে আল্লাহর নিকট অধিক প্রিয়বান হয়ে ওঠে। আল্লাহ তায়ালা বলেনঃ 

"এবং যারা তাদের প্রতিপালকের সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য ধারণ করে, নামাজ কায়েম করে, আমি তাদের যে জীবনোপকরণ দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং যারা ভালো দ্বারা মন্দ দূরীভূত করে, তাদের জন্য শুভ পরিণাম।"[সুরা রাদ, আয়াত : ২২]
তাই আমাদের উচিত আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করার শক্তি গড়ে তোলা যেটার পুরস্কার স্বরুপ আল্লাহ নিজেই দান করবেন। এছাড়া বিপদে ধৈর্য ধারণ করার দোয়া ও বিপদে ধৈর্য ধারণ করার হাদিস সম্পর্কে জানতে নিচের প্যারাটি পড়ুন।

বিপদে ধৈর্য ধারণ করার দোয়া - বিপদে ধৈর্য ধারণ করা হাদিস

আল্লাহ তায়ালা বিপদে ধৈর্য ধারণ করার দোয়া হিসেবে কুরআনে বর্ণিত করেনঃ

"তোমরা তোমাদের জান-সম্পদের ক্ষেত্রে অবশ্যই পরীক্ষার মুখোমুখি হবে। আর তোমরা তাহলে কিতাব ও মুশরিকদের পক্ষ থেকে অনেক পীড়াদায়ক কথা শুনবে। তোমরা যদি ধৈর্য ও তাকওয়া অবলম্বন করো, তাহলে অবশ্যই তা বড় সাহসিকতার কাজ।" [সুরা আলে ইমরান: ১৮৬]

তাই আমাদের উচিত সকল বিপদে ধৈর্য ধারণ করার আল্লাহর উপর নির্ভর করে। তাহলে আল্লাহ একদিন এর সুফল দান করবেন ইন শা আল্লাহ। 

ধৈর্য সম্পর্কে বুখারি শরীফে এসেছে, 

আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত রয়েছে রাসূল (সা.) বলেছেন- আল্লাহ বলেনঃ আমার মুমিন বান্দার জন্য আমার নিকট জান্নাত ছাড়া আর কোন পুরস্কার নেই, যখন আমি দুনিয়া থেকে প্রিয়জনকে নিয়ে যাই আর সে সওয়াবের আশায় সবর করে। [বুখারী শরীফ] 
আশা করি আপনারা ধৈর্য ধারণ করার দোয়া ও ধৈর্য ধারণ করার হাদিস সম্পর্কে বুঝেছেন। ধৈর্য ধারণ শক্তি বৃদ্ধি করার জন্য উক্ত পন্থা গুলো অবলম্বন করতে পারেন। 

ধৈর্য নিয়ে শেষকথা

ধৈর্য এমন একটি গুণ যেটা যার মধ্যে রয়েছে সেতার জীবন কে সুন্দর ভাবে গড়ে তুলতে পারে। এর পুরস্কার আল্লাহ নিজে দিবেন ও আল্লাহ ধৈর্য ধারণ কারীকে পছন্দ করেন। তাই আমাদের মধ্যে উপরের আলোচিত বিষয় গুলো জেনে ধৈর্য ধারণ করা ও বৃদ্ধির উপায় গুলে জেনে নিতে হবে এবং দোয়া গুলে আমল করতে পারলে আমরা ও ধৈর্যশীল হয়ে উঠতে পারবো।
আশা করি পোস্ট টি পড়ে উপকৃত হয়েছেন। আজকের পোস্ট টি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ও কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। 18801


Post a Comment

0 Comments