আজকের পোস্টে আপনারা জানতে পারবেন ধৈর্য শক্তি বৃদ্ধির দোয়া ও ধৈর্য ধারণ করার দোয়া আরবি সম্পর্কে। তো যারা ধৈর্য শক্তি বৃদ্ধির দোয়া ও ধৈর্য ধারণ করার দোয়া সম্পর্কে জানতে চান তাদের জন্য পোস্ট টি অনেক গুরুত্বপূর্ণ। চলুন দেরি না করে জেনে নিই ধৈর্য শক্তি বৃদ্ধির দোয়া ও ধৈর্য ধারণ করার দোয়া সমূহ।
পোস্ট সূচিপত্রঃ
- ধৈর্য শক্তি বৃদ্ধির দোয়া - ধৈর্য ধারণ করার দোয়া আরবি
- ধৈর্য ধারণ করার শক্তি - ধৈর্য ধারণ করার উপায়
- ধৈর্য ধারণ করার ফজিলত
- বিপদে ধৈর্য ধারণ করার দোয়া - বিপদে ধৈর্য ধারণ করা হাদিস
- ধৈর্য নিয়ে শেষকথা
ধৈর্য শক্তি বৃদ্ধির দোয়া - ধৈর্য ধারণ করার দোয়া আরবি
আপনারা হয়তো অনেকে রয়েছেন যারা ধৈর্য শক্তি বৃদ্ধির দোয়া এবং ধৈর্য ধারণ করার দোয়া আরবি সম্পর্কে। তো যারা অনেকদিন ধরে ধৈর্য শক্তি বৃদ্ধির দোয়া এবং ধৈর্য ধারণ করার দোয়া আরবি সম্পর্কে জানতে চেয়েছেন তারা আজকের পোস্টটি অনেক হেল্পফুল হবে। কেননা আমাদের মধ্যে সবারই ধৈর্য শক্তি বৃদ্ধি করতে হবে। ধৈর্য শক্তি ছাড়া একজন মানুষ কখনোই জীবনে সফল হতে পারেনা। তাই সবার জন্য আজকের ধৈর্য শক্তি বৃদ্ধির দোয়া ও ধৈর্য ধারণ করার দোয়া আরবি সম্পর্কে জানা দরকার। ততো চলুন আমরা ধৈর্য শক্তি বৃদ্ধির দোয়া ধৈর্য ধারণ করার দোয়া আরবি সম্পর্কে এখন জেনে নিই।
ধৈর্য শক্তি বৃদ্ধির দোয়া ও ধৈর্য ধারণ করার দোয়া আরবি গুলো হলোঃ
আল্লাহ তাআলা বলেন "ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুছবিরু ওয়া ছাবিরু ওয়া রাবিতু; ওয়াত্তাকুল্লাহা লাআল্লাহুম তুফলিহুন"
অর্থ- হে ইমানদারগণ! তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের প্রতিযোগিতা করো এবং যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। (পারা- ৪, সূরা-৩ আলে ইমরান, আয়াত: ২০০)
ধৈর্য ধারণ করা আমাদের জন্য এক পরীক্ষা স্বরূপ। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে তার জন্য আল্লাহর রহমত সকল সময়ে উপস্থিত থাকে৷ তাই কখনো কোনো কিছুর উপর নিরাশ না হয়ে আল্লাহর নিকট ধৈর্য ধারণ করার শক্তি রাখতে হবে। ধৈর্য শক্তি বৃদ্ধির দোয়া ও ধৈর্য ধারণ করার দোয়া আরবি সম্পর্কে আরো বলেনঃ
ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুছতাঈনু বিছছবরি ওয়াছ ছলাতি; ইন্নাল্লাহা মাআছ ছাবিরিন।
অর্থ- হে মুমিনগণ! ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। (পারা-২, সূরা-২ বাকারা, আয়াত: ১৫৩)
আরো পড়ুনঃ মায়া নামের মেয়েরা কেমন হয়
উক্ত আয়াতে অর্থাৎ ধৈর্য শক্তি বৃদ্ধির দোয়া ও ধৈর্য ধারণ করার দোয়া আরবি গুলোতে বর্ণনা করা হয়েছে যে আমাদের কে ধৈর্য ধারণ করার জন্য বলা হয়েছে। তাই আল্লাহর নিকট ধৈর্য ধারণ করার শক্তি মনে রাখতে হবে সবসময়। তো এই পোস্টে ধৈর্য শক্তি বৃদ্ধির দোয়া ও ধৈর্য ধারণ করার দোয়া আরবি আয়াত দেওয়া হয়েছে। আশা করি আপনারা ধৈর্য শক্তি বৃদ্ধির দোয়া ও ধৈর্য ধারণ করার দোয়া আরবি আয়াত গুলো অর্থ সহকারে বুঝে গেছেন। এই ধৈর্য ধারণ শক্তি বৃদ্ধির দোয়া গুলো আমল করলে ইন শা আল্লাহ আপনার ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে।
যদি ধৈর্য শক্তি বৃদ্ধির দোয়া ও ধৈর্য ধারণ করার দোয়া আরবি আয়াত গুলো না বুঝেন তাহলে ভালো ভাবে আবার পড়ুন। ইন শা আল্লাহ তাহলে ধৈর্য শক্তি বৃদ্ধির দোয়া ও ধৈর্য ধারণ করার দোয়া আরবি আয়াত গুলো বুঝে যাবেন। অবশ্যই ধৈর্য ধারণ করার আরবি দোয়া গুলো মন থেকে আমল করবেন তাহলে আশা করি আপনার ধৈর্য ধারণ করার শক্তি অনেকটা আগের চেয়ে বাড়বে। আপনি যদি ধৈর্য শক্তি বৃদ্ধির দোয়া ও ধৈর্য ধারণ করার দোয়া আরবি আয়াত আরো বেশ কয়েকটি জানতে চান তাহলে সম্পূর্ণ পোস্টটি পড়ুন।
ধৈর্য ধারণ করার শক্তি - ধৈর্য ধারণ করার উপায়
আমরা এখন ধৈর্য ধারণ করার শক্তি ও ধৈর্য ধারণ করার উপায় সম্পর্কে জানবো। আমাদের মধ্যে সবার মধ্যে ধৈর্য করার শক্তি থাকা উচিত। কেননা এই গুণটি একজন মানুষ কে অনেক ভাবে সফলকামী করে তোলে। যার মধ্যে এই গুণটি থাকবেনা সে কখনো নিজের জীবন কে সফল ভাবে গড়তে পারবে না। আমরা ইতোমধ্যে জেনেছি ধৈর্য শক্তি বৃদ্ধির দোয়া বা ধৈর্য ধারণ করার দোয়া আরবি আয়াত সম্পর্কে। এখন কিছু উপায় শিখবো যাতে ধৈর্য ধারণ করতে পারি। ধৈর্য ধারণ করার উপায় গুলো হলোঃ
- সকল সময়ে নিজের মানসিক শক্তি কে ধীর ও সবল রাখতে হবে।
- সকল পরিস্থিতির মধ্যে আল্লাহর উপর ভরসা রাখতে হবে।
- যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে হবে।
- উপরের দেখানো ধৈর্য শক্তি বৃদ্ধির দোয়া ও ধৈর্য ধারণ করার দোয়া আরবি আয়াত গুলো প্রতিদিন বেশি বেশি পাঠ করার চেষ্টা করতে হবে।
- যেকোনো সমস্যা কে ঠান্ডা মাথায় সমাধানের চেষ্টা করতে হবে, ইত্যাদি।
0 Comments