আপনি কি শীতকালে ত্বক কালো হয় কেন তা সম্পর্কে জানেন? আজকের পোস্টে আপনারা জানতে পারবেন শীতকালে ত্বক কালো হয় কেন সে সম্পর্কে। এছাড়াও আরো জানতে পারবেন শীতকালে ত্বক রুক্ষ ও শীতকালে ত্বক কালো হওয়া থেকে পরিত্রাণ এবং শীতকালে ত্বক ফর্সা রাখার উপায় সম্পর্কে। তো চলুন জেনে নিই শীতকালে ত্বক কালো হয় কেন তা সম্পর্কে।
পোস্ট সূচিপত্রঃ
- শীতকালে ত্বক রুক্ষ
- শীতকালে ত্বক কালো হয় কেন
- শীতকালে ত্বক কালো হওয়ার থেকে পরিত্রাণ
- শীতকালে ত্বক ফর্সা রাখার উপায়
- শীতকালে ত্বক কালো হয় কেন - শেষকথা
শীতকালে ত্বক রুক্ষ
সামনে আসছে শীতকাল। আর এই শীতকালে আমাদের বেশির ভাগের মধ্যে যেসব সমস্যা দেখা
দেয় তার মধ্যে অন্যতম কয়েকটি সমস্যা হলো শীতকালে ত্বক রুক্ষ ও শীতকালে ত্বক
কালো হয় কেন এই সমস্যা গুলো। তো আমরা শীতকালে ত্বক কালো হয় কেন সে সম্পর্কে
জানার পূর্বে জেনে নিব শীতকালে ত্বক রুক্ষ কেন হয় সে সম্পর্কে।
সাধারণত শীতকালে আবহাওয়াতে ব্যাপক পরিবর্তন আসে। এই সময়ে বাতাস থেকে জলীয় বাষ্প
অনেকটা কমে যায়। যার ফলে আশপাশের খাল, পুকুরের পানিও কমতে থাকে। কেননা এসব পানি
জলীয় বাষ্পে পরিণত হয়। বাতাসের এই প্রভাব টা আমাদের ত্বক থেকে পানি শুষে নেয়
যার ফলে শীতকালে ত্বক রুক্ষ হয়ে যায়। এছাড়া শীতকালে ত্বক কালো কেন হয় ও
শীতকালে ত্বক কালো হওয়া থেকে পরিত্রাণ সম্পর্কে জানতে পরবর্তী প্যারা গুলো
পড়ুন।
আরো পড়ুনঃ শীতকালে ত্বক কালো হয় কেন
শীতকালে ত্বক কালো হয় কেন
শীতকাল আসলেই অনেকের ত্বক নিয়ে একটা ভয় ভয় কাজ করে। এই ভয়ের মূল কারণ হলো
শীতকালে ত্বক কালো হয় কেন এই বিষয়টা। আসলে সাধারণত আমাদের শীতকালে প্রায়
মানুষের ত্বক কালো হয়ে যায়। এখন প্রশ্ন হলো শীতকালে ত্বক কালো হয় কেন ও
শীতকালে ত্বক কালো হওয়া থেকে পরিত্রাণ কি। শীতকালে ত্বক কালো হওয়া থেকে
পরিত্রাণ সম্পর্কে জানার পূর্বে আমরা জেনে নিব শীতকালে ত্বক কালো হয় কেন তা
সম্পর্কে। তো চলুন জেনে আসি শীতকালে ত্বক কালো হয় কেন সেই বিষয়ে।
শীতে আবহাওয়া থাকে শুষ্ক। আর শীতকালে এই আবহাওয়া ও তাপমাত্রার প্রভাব পড়ে
আমাদের ত্বকের মধ্যে। শুষ্ক আবহাওয়া আমাদের ত্বকের পানি গুলো কে শুষে নেয়।
যার ফলে ত্বকের পানি কমে যায় ও ত্বক দেখতে ফ্যাকাসে ফ্যাকাসে লাগে। শীতকালে
ত্বক কালো হয় কেন এ সম্পর্কে বলতে গেলে এর মূল কারণ হলো পানি শোষণ এর ফলে
ত্বকের যে কোষ গুলো থাকে সেগুলো মরে যায়। মৃত কোষ গুলো মরে যাওয়ার ফলে ত্বকের
স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হয়ে যায়।
ফলস্বরূপ ত্বক দেখতে কালো দেখায়। তাই শীতকালে এসব বিষয়ে অনেক সেনসেটিভ থাকা
দরকার। নিশ্চয়ই আপানারা শীতকালে ত্বক কালো হয় কেন সে সম্পর্কে বুঝতে পেরেছেন।
শীতকালে ত্বক কালো হয় কেন সে সম্পর্কে আরো জানতে সম্পূর্ণ পোস্টের সাথে
থাকুন। পরবর্তী অংশে শীতকালে ত্বক কালো হওয়া থেকে পরিত্রাণ ও শীতকালে ত্বক
ফর্সা রাখার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
শীতকালে ত্বক কালো হওয়া থেকে পরিত্রাণ
আমরা ইতিমধ্যে শীতকালে ত্বক কালো হয় কেন সে সম্পর্কে অবগত হয়েছি। আপনি যদি
শীতকালে ত্বক কালো হওয়া থেকে পরিত্রাণ সম্পর্কে জানতে চান তাহলে আপনার উচিত
আগে শীতকালে ত্বক কালো হয় কেন তা সম্পর্কে জেনে নেওয়া। শীতকালে ত্বক কালো
হওয়ার পেছনে যে কারণটি বিশেষ ভাবে দায়ি তা হলো আবহাওয়া। তবে কালো ত্বক থেকে
বাঁচার জন্য অনেক গুলো উপায় অবলম্বন করতে পারি।
ঠান্ডা বা গরম পানি- শীতকালে অতি ঠান্ডা বা বেশি গরম পানি দিয়ে
মুখ ধোয়া থেকে বিরত থাকতে হবে। এতে আমাদের ত্বকের ওপর প্রভাব পড়ে। সর্বদা
নরমাল বা কুসুম গরম পানি ব্যবহার করা উচিত।
লেবু- লেবু বেশ কার্যকর একটি উপাদান ত্বকের জন্য। তবে শীতকালে
লেবু ত্বক কে শুষ্ক করে তোলে। তাই শীতে লেবু ব্যবহার করা উচিত না।
ঘন ঘন মুখ ধোয়া- ঘন ঘন মুখ ধোয়ার ফলে ত্বকের স্বাভাবিক
আর্দ্রতা আরো নষ্ট হয়ে যায়। ফলে ত্বক শুষ্ক হয়ে যায়। তাই ঘন ঘন মুখ ধোয়া
থেকে বিরত থাকতে হবে।
সাবানের ব্যবহার- শীতে সাবান মুখে ব্যবহার করতে না পারলে ভালো।
কেননা সাবানে থাকা ক্ষার ত্বক কে শুষ্ক করে দেয়। ফলে ত্বক কালো দেখায়।
গ্লিসারিন- ত্বক কালো হওয়ার কারণ হলো ত্বকের কোষ গুলো মরে
যাওয়া। তাই এগুলো কে সজিব রাখতে প্রতিরাত শোয়ার আগে গ্লিসারিন মাখলে
ভালো।
আশা করি আপনারা শীতকালে ত্বক কালো হওয়া থেকে পরিত্রাণ সম্পর্কে জানতে
পেরেছেন। এছাড়াও শীতকালে ত্বক ফর্সা রাখার উপায় সম্পর্কে জানতে সম্পূর্ণ
পোস্টটি পড়ুন।
শীতকালে ত্বক ফর্সা রাখার উপায়
শীতকালের শুষ্ক আবহাওয়া আমাদের ত্বকের উজ্জ্বলতা নষ্ট করে দেয়। তাই
শীতকালে ত্বক ফর্সা রাখার উপায় সম্পর্কে জানা আমাদের জন্য অনেক
গুরুত্বপূর্ণ। শীতকালে ত্বক ফর্সা রাখার উপায় গুলো হলোঃ
- শীতে ত্বক কে ময়েশ্চারাইজড রাখা, যাতে ত্বক শুষ্কতা থেকে বেঁচে থেকে ত্বক উজ্জ্বল থাকে।
- পাকা পেঁপের সাথে মধু, সামান্য কাঁচা হলুদ ও কাঁচা দুধ মিশিয়ে মুখে লাগান। এতে ত্বক ফর্সা হয়।
- ক্রিম ব্যবহারের ক্ষেত্রে ডাক্তার এর পরামর্শ নেওয়া। কারণ ত্বক অনুযায়ী যদি ক্রিম ব্যবহার করা না হয় তাহলে ত্বক আরো কালো হয়ে যেতে পারে।
- ময়েশ্চারাইজার যুক্ত ফেসওয়াশ ব্যবহার করা। এতে ত্বক উজ্জ্বল হয়।
- বেশি পরিমাণ পানি ও শাকসবজি খাওয়া। এতে শরীরের স্বাভাবিক চালচলন আসে ও ত্বক শীতের আবহাওয়ার ওপর প্রভাবিত হয় না।
নিশ্চয়ই আপনারা শীতকালে ত্বক ফর্সা রাখার উপায় সম্পর্কে ভালো ভাবে
বুঝতে পেরেছেন। এসব নিয়ম গুলো অবলম্বন করলে আপনি আপনার ত্বককে মসৃণ ও
উজ্জ্বল রাখতে পারবেন।
শীতকালে ত্বক কালো হয় কেন - শেষকথা
শীতকাল যেহেতু ত্বকের ওপর বেশ প্রভাব আনে তাই এ থেকে বাঁচতে আজকের দেখানো
নিয়ম গুলো ভালো ভাবে জেনে নেওয়া উচিত। আজকের পোস্টে শীতকালে ত্বক কালো হয় কেন
ও শীতকালে ত্বক ফর্সা রাখার উপায় এবং শীতকালে ত্বক কালো হওয়া থেকে পরিত্রাণ
সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।
আরো পড়ুনঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল
আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে ও এই পোস্টের মাধ্যমে আপনি যদি
উপকৃত হয়ে থাকেন তাহলে পোস্ট টি শেয়ার করতে ভুলবেন না। 18801
0 Comments