কম্পিউটারের সিস্টেম ইউনিট।
আজকে আমরা যে বিষযে আলোচনা করব তা হচ্ছে কম্পিউটারের সিস্টেম ইউনিট ও কম্পিউটারের প্রসেসিং ডিভাইস সহ আরো বিভিন্ন বিষয়। আর যারা কম্পিউটারের সিস্টেম ইউনিট ও কম্পিউটারের প্রসেসিং ডিভাইস বিষয় সম্পর্কে জানতে চান আজকের এই আর্টিকেলটি তাদের জন্য। তাই চলুন আর দেরি না করে কম্পিউটারের সিস্টেম ইউনিট ও কম্পিউটারের প্রসেসিং ডিভাইস সহ আরো বিভিন্ন বিষয় সম্পর্কে জেনে নিই।
সূচীপত্রঃ কম্পিউটারের সিস্টেম ইউনিট।
ভূমিকাঃ কম্পিউটারের প্রসেসিং ডিভাইস
প্রসেসর (Processor):
রম (Rom):
র্যাম (Ram):
ভিডিও কার্ড (Video Card):
সাউন্ড কআর্ড (Sound Card):
শেষকথাঃ
ভূমিকাঃ কম্পিউটারের সিস্টেম ইউনিট।
ইতিমধ্যে আমরা কম্পিউটারের সাথে পরিচিত হয়ে গেছি। প্রতিটি কম্পিউটারের সাথে চারকোনা বাক্সের মতো যে অংশটি থাকে তাকে কেসিং বলে। কেসিং এবং এর ভেতরের সবগুলো অংশকে একত্রে সিস্টেম ইউনিট বলা হয়। এটাই কম্পিউটারের প্রধান অংশ। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ও স্মৃতি অংশ মিলে সিস্টেম ইউনিট গঠিত হয়। কম্পিউটারের সিস্টেম ইউনিট রম (ROM), র্যাম (RAM), হর্ড ডিস্ক, ফ্লপই ডিস্ক, কমপ্যাক্ট ডিস্ক বা সিডি ইত্যাদি নানা রকম ডিভাইস সিস্টেম ইউনিটে লাগানো থাকে।
মাদারবোর্ড (Mother board) ঃ
সিস্টেম ইউনিটের ভেতর সবুজ রঙের একটি বড়ো বোর্ড দেখা যায়, একে মাদারবোর্ড বলে। মাদার অর্থ মা। নাম থেকেই বোঝা যায় এটি কম্পিউটারের মূল অংশ। কারণ এটির উপর নিম্নলিখিত মূল যন্ত্রাংশসমূহ বসানো থাকে।
যেমন- ১. প্রসেসর ২. রম ৩. র্যাম ৪. ভিডিও কার্ড ৫. সাউন্ড কার্ড।
প্রসেসর (Processor) ঃ
মানুষের যেমন একটা মস্তিস্ক আছে, ঠিক তেমনি কম্পিউটারেরও একটা মস্তিস্ক আছে। প্রসেসরকে কম্পিউটারের মস্তিস্ক বলা হয়। ডেটা বা তথ্য প্রসেস করা, হিসাব-নিকাশ করা এবং ইনপুট-আউটপুট ডিভাইসের মধ্যে সমন্বয় সাধন করা প্রসেসরের কাজ। সাধারণত গতির উপর নির্ভর করে বিভিন্ন ধরনের প্রসেসর পাওয়া যায়। যেমন - Intel Pintium -ll, Intel Pintium -lll, Intel Pintium -lV, Celeron,AMD K62 ইত্যাদি।
রম (Rom) ঃ
রম এর পুরো নাম Read Only Memory. রম হচ্ছে এমন একটি জায়গা যেখানে কম্পিউটারের নির্দিষ্ট কিছু নির্দেশসমূহ সংরক্ষিত থাকে। এ নির্দেশগুলো কম্পিউটার চালু করার জন্য বা অন্যান্য নির্দেশের জন্য প্রয়োজন হয়। রমকে স্থায়ী মেমোরি বলা হয়ে থাকে। রম এ সংরক্ষিত ডেটাসমূহ কেবল পড়া যায় কিন্তু এখানে কোনো ডেটা বা তথ্য লেখা যায় না বা মুছা যায় না।
র্যাম (Ram) ঃ
Ram এর পুরো নাম Random Access Memory. র্যাম একটি অস্থায়ী স্মৃতি। রামকে শ্রেণীকক্ষের একটি ব্লাকবোর্ডের সাথে তুলনা করা হয়। যেখান লেখা যায়, মুছা যায় আবার লেখা যায়। কম্পিউটারে কাজ করার সময় অল্প সময়ের জন্য তথ্য রামকে জমা থাকে। নতুন তথ্য আসার সঙ্গে সঙ্গে পুরনো তথ্য মুছে যায়। যেমন, ধরুন আপনার পড়া শোনা করার সময় সেলফি থেকে বইপত্র এনে টেবিলে জমা রাখ। পড়াশোনা শেষে বইগুলো আবার সেলফে রেখে দাও। এখানে টেবিলের কাজ এবং র্যামের কাজ একই। আমরা যখন কোনো তথ্য কম্পিউটারে ইনপুট দেই তা সাথে সাথে ডইস্কএ জমা হয় না। প্রথমত র্যআম এ সাময়িক ভাবে জমা থাকে। পরে সেভ কমআন্ড দিলে তা স্থায়ীভাবে হার্ডডিস্কে জমা হয়। কম্পিউটার বন্ধ করলে রেমে রক্ষিত সকল তথ্য মুছে যায়।
ভিডিও কার্ড (Video Card) ঃ
সিপিইউ কোনো কাজের প্রক্রিয়া শেষে ফলাফল মনিটরে ছবি ও লেখা আকারে পাঠানোর জন্য ভিডিও কার্ড ব্যবহৃত হয়।
সাউন্ড কার্ড (Sound Card) ঃ
শব্দ শোনা, রেকর্ডেং ও মাইক্রফোন দিয়ে কথা বলার জন্য এই হার্ড ওয়ারটি মাদারবোর্ডের সাথে লাগানো থাকে।
শেষকথা ঃ
প্রিয় পাঠকগণ, আর্টিকেলটি পড়ে আপনারা এতোক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন কম্পিউটারের সিস্টেম ইউনিট কি, কম্পিউটারের প্রসেসিং ডিভাইস কি, মাদারবোর্ড (Mother board): কি ইত্যাদি এ সব সম্বন্ধীয় আরও অনেক কিছু যা আগে আপনার জানা ছিল না। তাই আর্টিকেলটি পড়ে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন।
0 Comments