আপনার ত্বক উজ্জ্বল রাখতে শীতকালে কমলার খোসা ব্যবহার করুন।

আপনার ত্বক উজ্জ্বল রাখতে শীতকালে কমলা লেবুর খোসা ব্যবহার করুন।

প্রিয় পাঠকগণ, আপনারা যারা শীতকালে কমলা লেবুর খোসা ব্যবহারে ত্বকের যত্ন নেওয়ার উপায় সম্পর্কে জানতে চান। তাহলে, আজকের পোস্টটি আপনাদের জন্য। কেননা আজকের পোস্টে আপনারা জানতে পারবেন শীতকালে কমলার খোসা কিভাবে ব্যবহার করে আপনার ত্বকের যত্ন নেবেন এবং আপনার ত্বক উজ্জ্বল রাখতে কি কি ব্যবহার করবেন সেই সম্পর্কে। এছাড়াও আরো জানতে পারবেন  ত্বক রুক্ষ ও  ত্বক কালো হওয়া থেকে পরিত্রাণের উপায় এবং ত্বক ফর্সা রাখার উপায় সম্পর্কে। তো চলুন জেনে নিই কিভাবে শীতকালে ত্বকের যত্ন নেওয়া যায় সেই সম্পর্কে।


ভূমিকাঃ শীতকালে কমলার খোসা ব্যবহারে ত্বকের যত্ন নেওয়ার উপায়।

কমলালেবুর খোসাতে অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য সমৃদ্ধ রয়েছে। আপনার মুখে ভুল সময়ে ভুল জায়গায় হওয়া ব্রণের ওষুধ হল এই কমলার খোসা।

কমলালেবু এবং শীতকাল যেন চিরকালের জন্য সংযুক্ত। শীতকালে বাড়িতে অন্য কিছু থাকুক বা না থাকুক, রান্নাঘরে বা ডাইনিং টেবিলে ফলের মধ্যে কমলা লেবু থাকবেই। কমলালেবু শুধুমাত্র খাবারের জন্যই নয়, আপনার ত্বককে নরম করতেও ব্যবহার করা যেতে পারে। 

শুষ্ক ত্বকঃ

শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকার কারণে ত্বক দ্রুত শুকিয়ে যায়। শুষ্ক ত্বক থেকে মুক্তি পেতে অনেকেই বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করে থাকেন। আর এখানেই হয় বড় ভুল। আপনি যখন ক্রিম লাগিয়ে রাস্তায় বের হন, তখন রাস্তার ধুলো-বালি সহজেই ত্বকে জমে যায়। 

ত্বকের কোষগুলি সম্পূর্ণভাবে বন্ধ হতে শুরু করে দেয়। এর ফলে ত্বক শুষ্ক হয়ে যায়। মনে রাখবেন, শীতকালে আপনার ঠোঁট ও পায়ের গোড়ালি ফেটে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পায়।ৃ

এসি-তে থাকাঃ

এছাড়াও, শীত, গ্রীষ্ম বা বর্ষা, যাঁরা এসি-তে থাকার অভ্যাস রাখেন, তাঁদের ত্বকের আঁটসাঁট হওয়ার প্রবণতা আরও বেড়ে যায়। তাই শীতকালে ত্বকের যত্ন নেওয়া জরুরি বলছেন বিশেষজ্ঞরা। শীতকালে কমলালেবুর খোসা খুবই উপকারী। শীতের দুপুরে রোদে বসে কমলা  খাওয়ার পর কমলার খোসা ফেলে দেবেন না।

আরো পড়ুনঃ শীতকালে ত্বকের যত্ন নেওয়ার উপায় সমূহ্।

ব্রণের ঔষধঃ

কমলালেবুর খোসাতে প্রচুর পরিমাণে অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য সমৃদ্ধ আছে। আপনার মুখে ভুল সময়ে ভুল জায়গায় হওয়া ব্রণের ওষুধ হল এই কমলার খোসা। 

একটি প্যানে এক কাপ পানি গরম করে তাতে কয়েকটা কমলালেবুর খোসা দিন। পানি ফুটতে শুরু করলে চুলা বন্ধ করে ঠাণ্ডা হতে দিন। পানি ঠান্ডা হয়ে গেলে, এটি একটি স্প্রে বোতলে ঢেলে দিন, তারপর প্রয়োজন অনুযায়ী মুখে লাগান।

আরো পড়ুনঃ ত্বককে স্বাস্থ্যকর এবং উজ্জ্বল রাখর  সহজ টিপস্।

স্ক্রাব তৈরিঃ

কমলার খোসা দিয়ে স্ক্রাবও তৈরি করতে পারেন। কমলালেবুর রস ও মধু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। কমলালেবুর খোসাতে সুগন্ধী তেল থাকে যা ত্বককে এক্সফোলিয়েট এবং নরম করতে সাহায্য করে। এই প্যাকটি সপ্তাহে দুবার ব্যবহার করা যেতে পারে।

ফেস প্যাকঃ

কমলা লেবুর খোসা দিয়ে ফেস প্যাক তৈরি করতে পারেন। লেবুর রস, কাঁচা দুধ, ও চন্দনের গুঁড়ো আর কমলালেবুর খোসা মিশিয়ে ব্লেন্ডারে দিয়ে দিন। এটি আপনার মুখে ৩০ মিনিটের জন্য রেখে দিন। তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। এই প্যাকটি শুষ্ক ত্বককে নরম করতে ব্যবহার করা যেতে পারে। এর সঙ্গে টক দই মিশিয়ে পেস্টও তৈরি করতে পারেন। এটি আপনার মুখে লাগান এবং কিছু সময়ের জন্য রেখে দিন যাতে আপনার ত্বক উজ্জ্বল হয়।

আরো পড়ুনঃ কলার সঙ্গে যে খাবারগুলো খাবেন না এবং কলা কোন সময় খাবেন জানুন। 

শেষ কথাঃ

প্রিয় পাঠকগণ, শীতকাল যেহেতু ত্বকের ওপর বেশ প্রভাব আনে তাই এ থেকে বাঁচতে আজকের দেখানো নিয়ম গুলো ভালো ভাবে জেনে নেওয়া উচিত। আজকের পোস্টে ত্বক ফর্সা রাখার উপায় এবং ত্বক শুষ্ক ও কালো  হওয়া থেকে পরিত্রানের উপায় সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। তবে এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে জানাবেন। কমেন্ট বক্সে লিখে ফেলুন।

ভিজিট করুনঃ www.baneswarit.com

Post a Comment

0 Comments