15 হাজার টাকার নিচে সেরা মোবাইল ফোন, স্যামসাং, শাওমি রেডমি, রিয়েলমি।

15 হাজার টাকার নিচে সেরা মোবাইল ফোন, স্যামসাং, শাওমি রেডমি, রিয়েলমি।

আপনারা যারা মাত্র ১৫ হাজার টাকার নিচে সেরা মোবাইল ফোন, স্যামসাং, শাওমি রেডমি, রিয়েলমি স্মার্টফোন কিনতে চান। তাহলে, আজকের পোস্টটি আপনাদের জন্য। কেননা আজকের পোস্টে আপনারা জানতে পারবেন স্মার্টফোনগুলোতে বেশ কিছু আকর্ষণীয় ফিচার রয়েছে সেই সম্পর্কে। এছাড়াও আরো জানতে পারবেন স্মার্টফোনগুলোর ব্যাটারী, র‌্যাম ও অন্যান্য আরো বিভিন্ন ফিচার সম্পর্কে। তো চলুন জেনে নিই মাত্র ১৫ হাজার টাকার নিচে সেরা মোবাইল ফোন, স্যামসাং, শাওমি রেডমি, রিয়েলমি স্মার্টফোনগুলো সম্পর্কে।

ভূমকিাঃ 15 হাজার টাকার নিচে সেরা মোবাইল, স্যামসাং, শাওমি রেডমি, রিয়েলমি।

বাজারে প্রায় প্রতিদিনই নতুন নতুন স্মার্টফোন বাজারে আসছে। রিয়েলমি, রেডমি, নোকিয়া, টেকনো এবং স্যামসাংয়ের মতো স্মার্টফোন নির্মাতারা প্রতিটি পরিসরে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। সুতরাং আপনি যদি একটি নতুন স্মার্টফোন খুঁজে থাকেন এবং বাজেট প্রায় 15,000 টাকা বা তার বেশি হয়, তাহলে আপনার জন্য একাধিক বিকল্প উপলব্ধ রয়েছে। এর মধ্যে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এম 14 5G, টেকনো স্পার্ক 10 5G, রিয়েলমি নারজো N55, রেডমি নোট 10S এবং নোকিয়া G21।

এক নজরে দেখে নেওয়া যাক এগুলির দাম ও স্পেসিফিকেশন।

স্যামসাং গ্যালাক্সি এম 14 5G

স্যামসাং গ্যালাক্সি M-14.5G এর 4 GB র‌্যাম এবং 128 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 13,990 টাকা। এছাড়াও রয়েছে GB র‌্যাম ও 128 GB স্টোরেজ। অ্যামাজন ফোনটিতে 300 টাকার ছাড়ও দিচ্ছে। এছাড়াও রয়েছে নো-কস্ট ইএমআই অফার।

সামনে, স্যামসাং 5G স্মার্টফোনে 401ppi এর স্ক্রিন ঘনত্ব সহ 6.6 ইঞ্চি এলসিডি ফুল-এইচডি + ডিসপ্লে রয়েছে। ফটোগ্রাফির জন্য, ফোনটিতে 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 2-মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং 2-মেগাপিক্সেল তৃতীয় সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এছাড়াও সেলফির জন্য রয়েছে 13MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক ওয়ান ইউআই কোর 5.0 কাস্টম স্কিনে চলে এবং একটি শক্তিশালী এক্সিনোস 1330 অক্টা-কোর প্রসেসরের সাথে আসে।

দামঃ 13,990 টাকা থেকে শুরু করে উপরে....

আরো পড়ুনঃ কেবল অ্যান্ড্রয়েড ফোনই নয়, আইফোনকেও হার মানাতে পারে!

টেকনো স্পার্ক 10 5G

টেকনো স্পার্ক 10 5G স্মার্টফোনটি এখন অ্যামাজনে মাত্র 15,000 টাকায় পাওয়া যাচ্ছে। ব্যাঙ্ক অফার এবং নো-কস্ট ইএমআই-এর বিকল্পও রয়েছে। ফোনটি ডাইমেনসিটি 6020 প্রসেসর দ্বারা চালিত। এতে রয়েছে 8 জিবি ভার্চুয়াল র‌্যাম এবং 8 জিবি ফিজিক্যাল র‌্যাম। এই ডিভাইসের স্টোরেজ ক্ষমতা 256 জিবি। 

এতে রয়েছে 90Hz রিফ্রেশ রেট সহ 5.56 ইঞ্চি এইচডি + ডিসপ্লে। টেকনো স্পার্ক 10 5G-তে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে, যা পিডিএএফ সমর্থন করে। হ্যান্ডসেটের ব্যাটারি ব্যাকআপ 5000 এমএএইচ, যা 50 মিনিটের মধ্যে 50 শতাংশ পর্যন্ত চার্জ করার দাবি করা হয়।

দামঃ 15,000 টাকা

আরো পড়ুনঃ স্যামসাং গ্যালাক্সি A-05 সেরা স্মার্টফোন।

রিয়েলমি নারজো N 55

রিয়েলমি নারজো N-55 এর দাম নির্ধারণ করা হয়েছে। 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12999 টাকা। এতে রয়েছে 4 জিবি র‌্যাম এবং 64 জিবি স্টোরেজ। একটি 6.72-ইঞ্চি পূর্ণ-স্ক্রিন ডিসপ্লে সহ, স্মার্টফোনটি 5000 এমএএইচ ব্যাটারি দ্বারা সমর্থিত, যা 33W SuperVOOC চার্জিং সমর্থন করে। এছাড়াও রয়েছে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। ফোনটিতে 12 জিবি র‌্যাম এবং 6 জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

দামঃ 12999 টাকা

রেডমি নোট 10এস

Redmi Note 10S-এর 6 GB RAM ও 64 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 14,999 টাকা। আপনি নো-কস্ট ইএমআই এবং ব্যাঙ্ক অফারও পাবেন। ফোনটিতে 6.43 ইঞ্চি ফুল এইচডি + AMOLED ডিসপ্লে রয়েছে যার অ্যাসপেক্ট রেশিও 20:9। এই হ্যান্ডসেটে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। 

আরো পড়ুনঃ স্মার্টফোনের ব্যাটারী কি কি কারনে নষ্ট হয় জেনে নিন।

ক্যামেরাগুলির মধ্যে রয়েছে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। 

এটি একটি বড় 5000 mAh ব্যাটারি আছে। এই ডিভাইসে 6 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 512 GB পর্যন্ত বাড়ানো যেতে পারে।

দামঃ 14999 টাকা

নোকিয়া G21

Nokia G-21 এর 128 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 13,199 টাকা। গ্রাহকরা ডিভাইসটি কেনার সময় নো-কস্ট ইএমআই, ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফার পেতে পারেন।

Nokia G-21 এ রয়েছে 6.5 ইঞ্চি ডিসপ্লে, সঙ্গে রয়েছে Unisoc T606 প্রসেসর, যার রিফ্রেশ রেট 90Hz। এই ফোনের ফ্রন্টে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। 6 জিবি র‌্যাম ও 128 জিবি রম রয়েছে এই ফোনে। এটি একটি বড় 5000 mAh ব্যাটারি আছে।

দামঃ 13,199 টাকা

আরো পড়ুনঃ  12GB র‌্যাম এবং 50MP ক্যামেরা সহ সাশ্রয়ী মূল্যের 5G স্মার্টফোন।

শেষকথাঃ

প্রিয় পাঠকগণ, আপনারা এতক্ষণে নিশ্চয়ই জানতে পেরেছেন মাত্র ১৫১৫ হাজার টাকার নিচে সেরা মোবাইল ফোন, স্যামসাং, শাওমি রেডমি, রিয়েলমি স্মার্টফোন সম্পর্কে এবং স্মার্টফোনটির বিভিন্ন আকর্ষণীয় ফিচার সম্পর্কে। আর যদি না পড়ে থাকেন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নিন। যাই হোক যদি কোন মন্তব্য থেকে থাকে তবে কমেন্ট করে জানাবেন এবং আজকের আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ 

ভিজিট করুনঃ www.baneswarit.com

Post a Comment

0 Comments